নবজাতকের টিকা
শিশুর টিকা প্রদানের তালিকা
| ||
টিকার নাম
|
যে বয়সে দেয়া উচিত
|
ডোজ
|
বিসিজি
|
জন্ম-২ সপ্তাহ
| |
পোলিও
|
জন্ম-২ সপ্তাহ
|
অতিঃডোজ
|
পেনটাভ্যালেন্ট ভ্যাক্সিন
|
৬ সপ্তাহ
|
১ম ডোজ
|
১০ সপ্তাহ
|
২য় ডোজ
| |
১৪ সপ্তাহ
|
৩য় ডোজ
| |
হাম
|
৯ মাস
|
১ম ডোজ
|
এমএমআর
|
১৫-১৮ মাস
|
১ম ডোজ
|
নিউমোনিয়া
|
৬ সপ্তাহ
|
১ম ডোজ
|
১০ সপ্তাহ
|
২য় ডোজ
| |
১৮ সপ্তাহ
|
৩য় ডোজ
|
জলবসন্ত (Chicken Pox), টাইফয়েড আর হেপাটাইটিস এ এর টিকা EPI তে দেয়া হয় না। কেও চাইলে কিনে নিজে কোন হাসপাতাল বা ডাক্তারের কাছ থেকে দিয়ে নিতে পারে। অনেক প্রাইভেট হাসপাতাল বা ভ্যাক্সিনেশন সেন্টারে এগুলি পাওয়া যায়। তাই নবজাতকের সুস্থতার জন্য ই পি আই থেকে এই অত্যাবশ্যকীয় টীকাগুলো দেয়ানোর পাশাপাশি বাকি টিকাগুলোও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে সময়মতো দিয়ে দেয়া উচিত। আদরের সন্তান ভালো থাকুন সচেতনতায় আর সুস্থতায়।
No comments